আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেলো কোপার ফাইনালে

0
Sports-1 mesi

শেষের পথে কোপা আমেরিকা। আর মাত্র একটি ম্যাচ। মানে ফাইনাল খেলো। আর সে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। এতে মেসির জন্য সুখবর বটে। কারণ উরুগুয়ের তুলনায় আর্জেন্টিনার কাছে সহজ প্রতিপক্ষ কলম্বিয়া।

জানা যায়, এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত আছে বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালে গতকাল কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগীতার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার আলবিসেলেস্তেদের লক্ষ্য শিরোপা নিশ্চিত করা।

আসরজুড়েই দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা গতকাল সেমিফাইনালে কানাডার বিপক্ষেও খেলেছে দুর্দান্ত। জুলিয়ান আলভারেজের গোলে প্রথমে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এবারের আসরে এটিই আর্জেন্টাইন অধিনায়কের প্রথম গোল। এ দুজনের গোলেই ফাইনাল নিশ্চিত হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

এদিকে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আজ দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছিল কলম্বিয়া ও উরুগুয়ে। এবারের আসরে মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত ফুটবল খেলেছে উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকেই দাপুটে ফুটবলের পসরা সাজিয়ে সেমিতে জায়গা করে নেয় দলটি। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে ব্রাজিলকেও।

স্বপ্নের ইউরো ট্রফি আরও কাছে ইংল্যান্ড
তবে কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচে আর জয়ের দেখা পায়নি উরুগুয়ে। ফেদ ভালভার্দেদের বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় কলম্বিয়া। তবে প্রথমে লিড পেলেও বিরতিতে যাওয়ার আগেই লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় কলম্বিয়া।

তবে দশজনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পাননি লুইস সুয়ারেজরা। এদিকে গোল করার সহজ কয়েকটি সুযোগ নষ্ট করেছে কলম্বিয়াও। তবে প্রথমার্ধে করার গোলের সুবাদেই শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জেমস রদ্রিগেজরা।

১-০ গোলের জয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় শিরোপা নিশ্চিতের লড়াইয়ে নামবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *