গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাজীপুর জেলা আইনজীবি সমিতির সদস্য বিজ্ঞ আইনজীবি জনাব এডভোকেট মতিউর রহমানকে হত্যার হুমকি প্রদান করেছেন একই গ্রামের ১. মোঃ সামছুল হক,২. হারুন উভয়ের পিতামৃত মোহাম্মদ আলী , মোঃ নাজমুল পিতা মোঃ সামছুল হক প্রমুখ । এ ব্যাপারে এডভোকেট মতিউর রহমানের আপন ভাতিজা জনাব মনির হোসেন শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
শ্রীপুর মডেল থানায় দায়েরকৃত অভিযোগের সূক্র থেকে জানা যায় যে, বিগত ৩১/১/২০২৪ ইং তারিখ রোজ বুধবার রাত অনুমান ৮.০০ ঘটিকার সময় বিবাদীসহ আরো অজ্ঞাত নামা বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়া এডভোকেট মতিউর রহমানের জমিতে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে হাল চাষে বাধা প্রদান করত: হত্যার হুমকি প্রদান করে যা বর্তমানে চলমান আছে ।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047