বগুড়ার আদমদীঘিতে মেয়ে জামাই রাসেল আহমেদের লোহার বেরির আঘাতে বৃদ্ধ শাশুড়ি জোবেদা বেওয়া নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জামাই রাসেল আহম্মেদ ও তার মা জুলেখা বেগম পলাতক রয়েছেন।
নিহত জোবেদা বেওয়া ওই গ্রামের মৃত ছোলেমান আলীর স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
উপজেলার মিতইল গ্রামের বিধবা জোবেদার একমাত্র মেয়ে সালেহাকে আড়াই বছর আগে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেল আহমেদের সাথে বিয়ে দিয়ে ঘরজামাই রাখেন জোবেদা।
ঘরজামাই থাকাকালে রাসেল নানা কারণে তার স্ত্রী সালেহা ও শাশুড়ি জোবেদা বেওয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047