কেন আর্জেন্টিনার শিরোপা উৎসবে ছিলেন না মেসি?


দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেই ট্রফি জয়ীরা সোমবার রাতেই পৌঁছে যায় বুয়েন্স আয়ার্সে। সেখানে বিজয়ীদের অপেক্ষায় ছিলেন ফুটবল সমর্থকরা। সেখানেই ছাদখোলা বাসে করে শিরোপা নিয়ে উৎসব করেন আর্জেন্টিনা ফুটবলাররা।
তবে এবারের উদযাপনে ছিলেন না লিওনেল মেসি। কোপার পর তিনি যুক্তরাষ্ট্রের মায়ামিতেই থেকে গেছেন।
কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে গোড়ালিতে চোট পান মেসি। সেই চোটের চিকিৎসা করাতেই মূলত মায়ামিতে থেকে গেছেন মেসি।
মেসির অবর্তমানে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেন কোচ লিওনেল স্কালোনি। আর সামনে ছিলেন সদ্য ফুটবলকে বিদায় জানানো ডি মারিয়া।
মেসি অবশ্য নিজের ইনজুরির আপডেট জানিয়েছেন সমর্থকদের। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ হয়ে গেছে। সব কিছুর আগে প্রথমেই আমি ভক্ত-সমর্থক সবাইকে ধন্যবাদ জানাই। কারণ, শুভাকাঙ্খীরা সবাই মেসেজ দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।’
সকাল হওয়ার পরও শহরের প্রধান রাস্তা ছিল হাজার হাজার মানুষের দখলে। পুলিশের অনুরোধেও রাস্তা খালি করার আগ্রহ দেখা যায়নি উৎসবমুখর মানুষের। শেষে বিশাল পুলিশ বাহিনী জলকামান নিয়ে এসে রাস্তা খালি করে।