ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গককাল বুধবার (২৪ জুলাই) ফরিদপুর জেলা ও দায়রা জর্জ মো. আলী আকবর ওই প্রধান শিক্ষকের জামিন নামঞ্জুর করে আগামী ২৯ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরে তাকে ফের জেলহাজতে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রীদের পক্ষে বিনা মূল্যে লড়াই করা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইনজীবী অর্চনা দাস।
তিনি জানান, পরবর্তী শুনানির দিন এজাহারে উল্লিখিত বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোর ফুটেজ অনুসন্ধান করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন উপস্থাপনের আদেশ দেন আদালত। আদালতে জজ কোর্টের পিপি দুলাল চন্দ্র সরকার তাদের সহযোগিতা করছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাতাব আলী মেথু বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগে মামলা হওয়ায় তাকে বরখাস্ত হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ জুলাই আদর্শ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহাতাব আলী মেথুর সভাপতিত্বে এক জরুরি সভায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা হওয়া ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের গঠিত এক সদস্যের তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো জয়নাল আবেদীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047