ভারত রাহুল গান্ধী ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয় কংগ্রেস।
এর আগে গত শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো।
২০১৪ সাল থেকে লোকসভা বিরোধীদলীয় নেতাশূন্য ছিল। কারণ, লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবার কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় সেই খরা দূর করতে পারে।
৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এরপর গতকাল সোমবার ভারতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয় নতুন সংসদ ভবনে। নবনির্মিত এই সংসদ ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হলো সদস্যদের শপথ গ্রহণ পর্ব। সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ২৯২ জন, বিরোধী জোট ইন্ডিয়ার ২৩৩ জন এবং অন্য ১৮ জন সংসদ সদস্য শপথ নেন।