প্রথমবার বধির নারী জিতলেন মিস দক্ষিণ আফ্রিকার শিরোপা
মিস দক্ষিণ আফ্রিকা মুকুট জয় করলেন মিয়া লে রউক্স। প্রথম বধির নারী হিসেবে তিনি এই প্রতিযোগিতার সেরার মুকুট মাথায় পরলেন।
দক্ষিণ আফ্রিকার সেরা সুন্দরীর মুকুট জয়ের পর এক ভাষণে মিয়া লে রউক্স বলেন, তার এই জয় তাদের জন্য সহায়ক হবে, যারা নিজেদের এই সমাজের বাইরের বলে মনে করে।
২৮ বছর বয়সী মিয়া মাত্র এক বছর বয়সেই শ্রবণশক্তি হারিয়েছিলেন। ফলে শব্দ উপলব্ধি করতে পারার জন্য তার দেহে কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল।
প্রথম শব্দটি উচ্চারণ করতে সক্ষম হওয়ার আগে অন্তত দুই বছর তাকে স্পিচ থেরাপিও নিতে হয়েছিল বলে জানিয়েছেন মিয়া।
জেতার পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার মিয়া আরও বলেছেন: “আমি গর্বিত একজন দক্ষিণ আফ্রিকান বধির নারী এবং আমি জানি বাদ দিলে কেমন লাগে৷
“আমি এখন জানি যে আমাকে বাধার দেয়াল ভাঙার জন্য এই পৃথিবীতে রাখা হয়েছিল এবং আমি আজ রাতে এটা আমি করেছি।”