রেকর্ড গড়ে পাঠানকে টপকে গেল ‘স্ত্রী ২’

0
Binodon-14

মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করল রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। বাঘা বাঘা সব সিনেমার রেকর্ড ভেঙে শাহরুখের পাঠানকেও টপকে গেল সিনেমাটি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুক্তির প্রথম দিনেই অমর কৌশিকের ‘স্ত্রী ২’ আয় করেছে ৬০ কোটি রুপি! এর মধ্যে অবশ্য আট কোটি ৩৫ লাখ রুপি এসেছে পেইড-প্রিমিয়ার থেকে।

তবে বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টপকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘স্ত্রী ২’। গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’।

এদিকে মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’। ধারণা করা হচ্ছে, বক্স অফিসে বড়সড় চমক দেখাতে চলেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত হরর-কমেডি এই সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *