বিটিভির পর্দায় নতুন ধারাবাহিক ‘ফেরারি সুখ’
বাংলাদেশ টেলিভিশনের পর্দায় শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘ফেরারি সুখ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফজলুল হক আকাশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, প্রতি সপ্তাহে রবি থেকে মঙ্গলবার টানা তিন দিন রাত সাড়ে ৯টায় এ নাটক প্রচার করা হবে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, এস এ হক অলিক, মাহমুদুল হক মিঠু, জয়রাজ, মিহি, মাসুম, সঞ্চিতা দত্ত, শারমিন, নীরব, সায়েম সামাদ, মোহাম্মদ রফিকসহ আরও অনেকে।
নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক সুখ-শান্তির প্রেক্ষাপট। মানুষের জীবনে কোনটি বেশি প্রয়োজন, সময়, অর্থবিত্ত নাকি পরিবার- এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বের হয়ে আসে নানা পারিবারিক কাহিনী।
নাটকের গল্পে দেখানো হয়েছে যখন কেউ অর্থ উপার্জন শুরু করে, তখন বৈধ-অবৈধ নানাভাবে অর্থ উপার্জন করে। অর্থ উপার্জনের নেশায় পরিবারের মানুষকে সময় দেয় না। জীবনের এক পর্যায়ে যখন অর্থ থাকে না, তখন সুখ থাকে, আর যখন সবকিছু থাকে, তখন আর সুখ থাকে না। এমন গল্পই উঠে আসবে দর্শকের কাছে। নাটকটি প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার।