সাভারে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়। হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকারী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে হত্যাকারী স্বামী স্ত্রীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেফতার মাসুদ (২৮) ও তার স্ত্রী রহিমা আক্তার প্রিয়া (২০) দম্পতির বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায়। তারা হেমায়েতপুরের হরিণধরা এলাকায় সুমনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকেন।
পুলিশ জানায়, মঙ্গলবার হেমায়েতপুরের হরিণধরা এলাকায় রিপন কাজী সরদার নামে এক শ্রমিককে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান মাসুদ ও প্রিয়া। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের পরিবার গত রাতে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ আজ সকালে হেমায়েতপুরে অভিযান চালিয়ে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে। টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047