প্রতিটা সূর্যোদয় যেন একেকটা উপহার: সোনম

0
9-10-24-3

শহরের জীবন থেকে ছুটি নিয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার পরিবারের সঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন। সেখানে সবার সঙ্গে উপভোগ করেছেন শান্তিপূর্ণ ছুটি। তার স্বামী আনন্দ আহুজা, ছেলে বায়ু তো ছিলওই, সঙ্গে তার বোন রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিও যোগ দিয়েছিলেন এ ভ্রমণপিপাসুতে। সোনম মালদ্বীপে দারুণ আমেজে ছুটি কাটিয়েছেন। তাদের সেই সুন্দর মুহূর্তের কিছু ছবিও এ অভিনেত্রী ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

সাগরের নীল জলে স্নরকেলিং থেকে শুরু করে সমুদ্রসৈকতে নানা রকমের খেলা খেলা, খোলা আকাশের নিচে বসে গল্প করা সব কিছুর জন্য তিনি তার পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্ট করা ছবির ক্যাপশনে সোনম লিখেছেন— যখন আমাদের ছুটি শেষ হলো, তখন আমি নিজেদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর প্রতিফলন আমার মধ্যে দেখতে পাই৷ এই ট্রিপটা জাদুর থেকে কম কিছু নয়। এসব ঘুরতে যাওয়াগুলো আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে। আমাদের মধ্যকার বন্ধনকে আরও গভীর করে৷ আমরা পৌঁছানো থেকে দ্বীপগুলোর অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম।

সোনম আরও বলেন, ‘সাগরের নীল জল, নরম সাদা বালি এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীর আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। প্রতিটি সূর্যোদয় যেন একেকটা উপহার বলে মনে হতো। প্রতিটি নতুন দিন আমাদের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়।

সোনম উল্লেখ করেছেন যে, কীভাবে তার ছেলে বায়ুর প্রকৃতির বিস্ময়কে নতুন নতুন করে আবিষ্কার করত। তিনি লিখেছেন—আমাদের দিনগুলো হাসি, নতুন কিছু খোঁজা এবং একসঙ্গে ভরা ছিল। আমরা রঙিন মাছের মধ্যে স্নরকেলিং করতাম, সমুদ্রসৈকতে খেলা করতাম বা পুলের পাশে আরাম করতাম— প্রতিটি মুহূর্ত ছিল খুব খুব বিশেষ। সন্ধ্যায় আমরা খাবারের জন্য জড়ো হতাম। এই ছুটি আমাদের পারিবারিক সময়ের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করার আনন্দ দিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী সোনমকে ‘ব্যাটল ফর বিত্তোরা’ সিনেমায় দেখা যাবে। এ ছবিটি লেখিকা অনুজা চৌহানের লেখা বেস্ট সেলার উপন্যাসের ‘ব্যাটল ফর বিত্তোরা’র ওপর ভিত্তি করে নির্মিত একটি ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *