সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি বিদ্যার কা ও ওয়ালা ভিডিও এবং জিগরা। ছবি দুটি কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে নারাজ। বক্স অফিসে জোর টক্কর দিচ্ছে একে অন্যকে। গত ৪ দিনের আয়ের ক্ষেত্রে জিগার চেয়ে একধাপ এগিয়ে কা ও ওয়ালা।
জিগরা ছবিটি ভারতীয় বক্স অফিসে মুক্তি পাওয়ার দিনই ৪ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ৬ কোটি ৫৫ লাখ টাকা আয় করে। তৃতীয় দিনে আয় করে ৫ কোটি ৫০ লাখ টাকা। সোমবার অবশ্য আয় কমে গেছে। এদিন আয় হয়েছে মাত্র ১ কোটি ৫০ লাখ টাকা। গত ৪ দিনে এই ছবির ১৮ কোটি ১০ লাখ টাকা।
জিগরার মতো ১১ অক্টোবর মুক্তি পায় কা ও ওয়ালা ছবিটি। এই ছবিটি প্রথম দিন থেকে একটু হলেও বক্স অফিস আয়ের নিরিখে এগিয়ে। প্রথম দিন আয় করে ৫ কোটি ৫০ লাখ, দ্বিতীয় দিন ৬ কোটি ৯০ লাখ, তৃতীয় দিনে ৬ কোটি ৪০ লাখ, সোমবার চতুর্থ দিনে আয় ২ কোটি ২৫ লাখ টাকা। চার দিনে এই ছবিটির আয় ২১ কোটি ৫ লাখ টাকা।
জিগরা ছবিটিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়নাকে দেখা যাচ্ছে। ছবিটির পরিচালনা করেছেন ভাসান বালা। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
আর ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও ছবিতে দেখা যাচ্ছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরিকে। এটি একটি কমেডি ঘরানার ছবি।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047