সমন্বয়কারী সমগ্র বাংলাদেশ এর পদ থেকে জনাব মোঃ হাসমত আলী কে অব্যাহতি প্রদান
জনাব হাসমত আলীর পরিবারের পক্ষে তার ছেলে মেহেদী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলায় এবং সংগঠন বিরোধী কর্মকান্ড করায় জনাব হাসমত আলীকে জাতিসংঘ (U.N) তালিকাভূক্ত,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওর্য়াল্ড ফাউন্ডেশন এর সমন্বয়কারী সমগ্র বাংলাদেশ এর পদ থেকে অব্যাহতি প্রদান করা হল । উক্ত পদের পরিচয় দিয়ে যাতে কোন কর্মকান্ড না করতে পারে সেজন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।
অফিস সহকারী
জাতিসংঘ (U.N) তালিকাভূক্ত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওর্য়াল্ড ফাউন্ডেশন।