কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ায় জাতিসংঘ ইউ এন তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাই্ন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন এর রংপুর জেলা, উপজেলা কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্য ন্ত সাময়িক স্থগিত করা হল । এ ব্যাপারে প্রসাশন সহ সকলের সহযোগিতা কামনা করছি।
অফিস সেক্রেটারী
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাই্ন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন।
সদয় অবগতির জন্য অনুলিপি ইমেলে মাধ্যমে পাঠানো হবে
১। মাননীয় জেলা প্রশাসক রংপুর জেলা সহ বাংলাদেশের সকল জেলা প্রশাসক মহোদয়।
২। মাননীয় সেনা কর্মকর্তা ( দায়িত্ব প্রাপ্ত) রংপুর জেলা সহ বাংলাদেশের সকল জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহোদয়।
৩। মাননীয় পুলিশ সুপার রংপুর জেলা সহ বাংলাদেশের সকল পুলিশ সুপার মহোদয়।
৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, রংপুর জেলার সকল থানা ।
৫। অফিস কপি।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047