‘বার্বি’ দিয়ে হলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন সুন্দরী অভিনেত্রী মার্গট রবি। পুরস্কার, অর্থ, দর্শকের ভালোবাসায় পূর্ণ অভিনেত্রীর ক্যারিয়ারে বসন্তের হাওয়া বইছে। অথচ একটা সময় ভাবছিলেন অভিনয়ই করবেন না তিনি। হলিউড রিপোর্টারকে দেয়া সাক্ষাৎকারে এমন অবাক করা তথ্যই দিলেন তিনি।
মার্গট রবি ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় হ্যারি কুইনের চরিত্রে অভিনয় করেছিলেন। এটি একটি আইকনিক সিনেমা। তবে এ ছবির পর মার্গটের ক্যারিয়ার যেন অন্ধকারে ঢাকা পড়েছিল। তিনি জানিয়েছেন খ্যাতির অন্ধকার সেই দিক সম্পর্কে যা তাকে অভিনয় ছাড়ার দিকে ঠেলে দিয়েছিল।
জানা গেল, ২০১৬ সালে সুপারহিরোভিত্তিক ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় বিশৃঙ্খল হ্যারি কুইনের চরিত্রে অভিনয় করার ফলে মার্গট রবির জীবনে নানারকম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মার্গট বলেন, এই সিনেমার পর তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। প্রচুর ভয়ের সম্মুখীন হতে হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে তাকে তার নিজের খরচে নিরাপত্তা টিম নিয়োগ করতে হয়েছিল। ‘খ্যাতিরও যে একটা অন্ধকার দিক থাকে এমন অনেক কিছু শিখেছি আমি’- আক্ষেপ প্রকাশ করে বলেন মার্গট রবি।
‘সুইসাইড স্কোয়াড’- এর ফ্যানবেজ অত্যন্ত বিশাল। কিন্তু মার্গটের জন্য এটি শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার জন্য এটি ছিল ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি যেখানে খ্যাতি ভয়ঙ্কর হতে পারে’- এমন অভিজ্ঞতার। তিনি তার হতাশা সরাসরি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি চাইতাম কেউ যদি আমাকে এই বিষয়গুলি আগে বলত তাহলে আমি এমন পরিস্থিতিতে পড়তাম না। আমি বুঝতে পারতাম যে আমি কি করতে যাচ্ছি। আমার কি প্রস্তুতি নেয়া উচিত।’
এসব কারণে এক সময়ে তিনি অভিনয় ছাড়ার চিন্তা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হাল ছাড়েননি। যুদ্ধ করেছেন সব প্রতিকূলতার সঙ্গে।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047