কিছুদিন আগেই ‘বউ’ নামে একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এটি পরিচালনা করছেন কে এ নিলয়। সম্প্রতি ববি যুক্ত হলেন আরও একটি নতুন সিনেমায়। নাম ‘তছনছ’। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে তিনি মুন্না খানের সঙ্গে জুটি বাঁধছেন। এ অভিনেতার ক্যারিয়ারে মাত্র একটি সিনেমা মুক্তি পায়।
এদিকে মাঝে অভিনয় থেকে দূরে গিয়ে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ববি। ঠিকমতো কাজে ফোকাস করতে পারছিলেন না। এবার পরপর দুটি সিনেমায় যুক্ত হয়েছেন। অভিনয়ে ফের ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন এ অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে নিজের অবস্থান ঠিকমতো করতে পারেননি। তবে এবার আশাবাদী, নতুন দুই সিনেমা দিয়ে পড়ে যাওয়া ক্যারিয়ারে তিনি ঘুরে দাঁড়াবেন। বলা যায়, নতুন সিনেমা নিয়ে নতুন মিশনে নামছেন নায়িকা। প্রতিযোগিতার মাঠে নিজেকে আলাদাভাবে পরিচিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
নারীপ্রধান গল্পেই এখন পর্যন্ত ববিকে বেশি দেখা গিয়েছে। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া দুটি সিনেমাও নারীপ্রধান গল্পেই হতে যাচ্ছে জানিয়েছেন তিনি। তাই এদিকে বাড়তি একটি সুবিধা পাচ্ছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ববি বলেন, ‘আমার ইচ্ছে ছিল নারীপ্রধান গল্পেই সবসময় কাজ করার। অবশেষে সফল হয়েছি বলে মনে হচ্ছে। এখন যে সিনেমাগুলোর প্রস্তাব আসছে তার বেশিরভাগই নারীকেন্দ্রিক।’
честные казино с быстрыми выплатами
бездепозитные бонусы казино
играть в лучшем казино на деньги
база казино с бездепозитным бонусом
онлайн казино России
casino oyunu
честные казино с быстрыми выплатами
бездепозитные бонусы казино
играть в лучшем казино на деньги
база казино с бездепозитным бонусом
онлайн казино России
casino oyunu
এছাড়াও এ অভিনেত্রীর নজর রয়েছে ওটিটিতে। দুই বছর আগেই অবশ্য ওটিটিতে তার যাত্রা শুরু হয়। এ প্রসঙ্গে ববি বলেন, ‘ওটিটি কাজ করার ইচ্ছে আছে। কিন্তু সিনেমার শিল্পীদের সেভাবে কাজে ডাকা হয় না। হয়তো তারা মনে করেন আমাদের পারিশ্রমিক আকাশচুম্বী। এটা কিন্তু ভুল। আমরা তো কনটেন্টের বাজেট অনুযায়ী কিন্তু পারিশ্রমিক নির্ধারন করি। এ ভুল ধারণা ভাঙতে হবে। এসব তুচ্ছ কারণে আমাদের সঙ্গে ওটিটি নির্মাতাদের একটা দুরত্ব তৈরি হয়েছে।’
প্রসঙ্গত, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেন। ববি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘ময়ুরাক্ষী’। সিনেমাটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047