প্রেগন্যান্সির খবর শুনে আশ্চর্য হন রাধিকা

0
1-(24)-6763ee09bd04d

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি মাতৃত্বকালীন কিছু ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এ ছবিগুলো পোস্টের পরই ভক্ত-অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছবি দেখে অভিনেত্রীকে চেনাই যাচ্ছে না, দেখতে একেবারে অন্যরকম লাগছে। মা হওয়ার এক সপ্তাহ আগে এ ছবিগুলো তুলেছিলেন তিনি। এবং গর্ভাবস্থায় ঠিক কেমন অনুভব করেছিলেন সে কথাই জানিয়েছেন রাধিকা।

অভিনেত্রী বলেন, পুরো জার্নিটাই আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। এ বিষয়ে আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি। তাই প্রথম প্রেগন্যান্সির খবর শুনে আমি ভীষণভাবে আশ্চর্য হয়েছিলাম। তিনি বলেন, প্রেগন্যান্সি যে কোনো মজার বিষয় নয়, তা এই কয়েক মাসেই বুঝেছি ।

রাধিকা আপ্তে বলেন, ‘পিরিয়ড খুব স্বাভাবিক ঘটনা হলেও হরমোনের ভারসাম্যহীনতা লড়াইটা আরও কঠিন করে তোলে। আমি নিজেকে এভাবে কোনো দিন দেখব ভাবতে পারিনি। হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। আমার শরীর ভীষণ ফুলে গিয়েছিল। রাতেও ঘুম হতো না।

অভিনেত্রী বলেন, ‘সারাদিন মনমেজাজ খারাপ থাকত। তবে এখন আর দুই সপ্তাহ বাকি আছে, এখন সবকিছু যেন অন্যরকম লাগছে। আবার ভালো লাগছে সব কিছু। এ পরিবর্তনের মধ্যেও সৌন্দর্য দেখতে পাচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেগন্যান্সির খবর জানানোর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লন্ডনে থাকবেন। নতুন সদস্য আসার কয়েক মাস পর তিনি আবার ভারতে ফিরে আসবেন এবং কাজ শুরু করবেন।

রাধিকা আপ্তের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন রাধিকা। তবে অভিনেত্রী থেকে আরও অনেক সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, ২০১১ সালে লন্ডনের ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার প্রেমসম্পর্ক শুরু। ২০১২ সালে পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রাধিকা আপ্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *