জাঁকজমক আয়োজনে শেহেরিয়ার ও মাহিনের বিয়ে সম্পন্ন

0
29-12-24-2

অবশেষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী শেহেরিয়ার মুনাওয়ার ও মাহিন সিদ্দিকী। নানা অনুষ্ঠানের পর গত শুক্রবার বিয়ের মূল প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

বিয়ের দিন শেহেরিয়ারের পরনে ছিল একটি ক্রিম রঙের শেরওয়ানির সঙ্গে ম্যাচিং পাগড়ি। মাহিনের গায়ে ছিল একটি সাদা এবং সোনালি রংয়ের জামা ও ওড়না। দুজনকে বিয়ের সার্টিফিকেট হাতে নিয়ে বসে থাকতে দেখা যায়।

এর আগে ‘মায়ুন’ অনুষ্ঠানে ঘারারা স্যুটের সঙ্গে নেটের ওড়না পরেছিলেন মাহিন। পুরো গেটআপ ছিল হলুদ রঙে সজ্জিত। অভিনেত্রী তার প্রিয়জনদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই দিনটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য সাদিয়া খালা, রাবিয়া খালা এবং মারভিকে ধন্যবাদ। আমি খুব ভাগ্যবান যে তোমাদের সবাইকে আমার জীবনে পেয়েছি। লাভ ইউ অলওয়েজ।’

এই দম্পতি তাদের ইনস্টাগ্রামে ‘শব-ই-মোসিকি’ ইভেন্টের ছবিও শেয়ার করেছেন এবং এটিকে বিশেষ করে তোলার জন্য তাদের পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন।

ওই রাতে তিনি একটি সবুজ এবং লাল রংয়ের মিশ্রিত ‘লেহাঙ্গা’ পরেছিলেন যার উপর সোনার এমবসিং ছিল। তার উপরে ছিল হালকা সবুজ রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ।

ডিসেম্বরের শুরুতে এ দম্পতি বিয়ের উৎসব শুরু করেন। বিয়ে-পূর্ব আনুষ্ঠানিকতা ‘ধোলকি’ও পালন করেছেন তারা। এতে গাঢ় বাদামি রঙের কুর্তার সঙ্গে মিলিয়ে শাল জড়িয়েছিলেন শেহেরিয়ার। কনে মাহিনকে হলুদ রঙের জামা ও পালাজ্জোর সঙ্গে ওড়নায় দেখা গেছে। ‘ধোলকি’ আয়োজন করেছেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। এতে তারকা অভিনেত্রী মাহিরা খান, নির্মাতা ও প্রযোজক মমাল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত শেহেরিয়ার। মাহিন সিদ্দিকী ‘দোবারা’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *