বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ নির্বাচন ২০২৫ আগামী ১১ ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব প্যানেল এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু- জসিম উদ্দিন প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। জনাব হানিফ আকন দুলাল লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব প্যানেল এর জন্য বিনয়ের সাথে ভোটারদের ভোট চেয়েছেন এবং বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047