ক্যাটরিনাকে নিয়ে বেফাঁস মন্তব্য ভিকির!

0
14-2-25-4

বছর তিনেক হলো অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের। ইতোমধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী যে পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন, সেকথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি। একেবার কড়া হাতে সংসার খরচের সকল হিসেব রাখেন অভিনেত্রী।

তবে এবার প্রকাশ্যেই ক্যাটরিনাকে ‘বিচিত্র প্রাণী’ আখ্যা দিলেন অভিনেতা! কিন্তু কেন?

বলিউডের অন্যতম এই পাওয়ার কাপলকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই! বিয়ের পর থেকে ক্যাটরিনাকেও বলিউডে পর্দায় খুব একটা দেখা যায়নি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি করে সচেতন হয়ে উঠেছেন তিনি।

অন্যদিকে চুটিয়ে কাজ করছেন ভিকি কৌশল। বর্তমানে তিনি ছাবার প্রচারে ব্যস্ত। তার ফাঁকেই এবার এক ভিডিওবার্তায় ক্যাটরিনাকে ‘বিচিত্র অথচ সৎ প্রাণী’ বললেন ভিকি কৌশল।

পুরো বিষয়টাই যদিও রসিকতা করেই করা। অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন লজ্জায় লাল হয়ে। স্বামী তাকে ‘বিচিত্র প্রাণী’ বলে মন্তব্য করেছে এমন ভিডিও শেয়ার করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, “দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কী বলে?”

বলিউডের বর্তমান প্রজন্মের প্রথমসারির অভিনেতা হয়েও ভিকি কৌশল এখনও সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। স্ত্রী ক্যাটরিনাও নাকি বেশ হিসেবি। সংসার খরচ ঠিক করার জন্য বাড়ির সব পরিচারকদের একত্রিত করে রীতিমতো বৈঠক করেন তিনি। যা দেখে বেশ মজা পান ভিকি কৌশল।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, “সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসে। সব কর্মীদের ডাকেন এবং সংসারে কোথায় কী খরচ হচ্ছে, কিংবা আর কত টাকা ব্যয় হতে পারে? সবটা আলোচনা করে। সংসারের হিসেবরক্ষকও ক্যাটরিনা। এটা আসলে ভালো। তবে যখনই বাড়িতে এই মিটিংটা হয় তখন আমি ভীষণ মজা পাই। একেবারে দর্শকের মতো পপকর্ন নিয়ে বসে যাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *