৭ গোলে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড আর্সেনালের


পিএসভি ১ : ৭ আর্সেনাল
আর্সেনালের সমর্থকেরা সেই ম্যাচটি মনে রেখেছেন কি? চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত আর্সেনালের সেরা সাফল্য ২০০৬ আসরে রানার্সআপ হওয়া। এর পরের বছরই আসে বড় ধাক্কা, বিদায়ঘণ্টা বেজে যায় শেষ ষোলোতেই।
যে দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল, ১৮ বছর পর সেই একই দলকে একই মঞ্চে পেয়ে এবার রীতিমতো ছিন্নভিন্ন করে দিয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের খেলায় আজ পিএসভি আইন্দহফেনকে তাদেরই মাঠে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে মিকেল আরতেতার দল।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথম।
দেড় যুগ আগে আর্সেনাল শেষ ষোলোয় হেরেছিল দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে, এর মধ্যে আইন্দহফেনের ফিলিপস স্টেডিয়নে হার ছিল ১-০ ব্যবধানে।
আজ সেই একই মাঠে আরতেতার দল নেমেছিল তেমন কিছুর পুনরাবৃত্তির শঙ্কায়। একে তো প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচেই ধাক্কা (ওয়েস্টহামের কাছে হার, নটিংহামের সঙ্গে ড্র), তারওপর চোটের কারণে দলে নেই বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা।
তবে প্রতিকূলতার এমন সময়েই আর্সেনাল ম্যাচে পেয়েছে একের পর এক উৎসবের মুহূর্ত। শুরুটা হয় ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে। তিন মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। আর ৩১ মিনিটে স্কোরলাইন ৩-০ হয় মিকেল মেরিনোর সৌজন্যে।