ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম

0
tamanna

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার সম্পর্ক ভেঙে গেছে। অথচ এ বছরই বেজে ওঠার কথা ছিল তাদের বিয়ের বাদ্য।

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে, সপ্তাহখানেক আগে দুজনার দুটি পথ দুদিকে বেঁকেছে। একত্রে এক ছাদের নিচে থাকা তামান্না ও বিজয় ইতিমধ্যে দুটি আলাদা ঠিকানা খুঁজে নিয়েছেন।

শোনা যায়, মুম্বাই শহরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার কথা ভাবছিলেন তামান্নারা। বিয়ের পর সেখানেই সংসার শুরু করতেন তারা। দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেটা আর হচ্ছে না। আপাতত সম্পর্কচ্ছেদ নিয়ে কথা বলছেন না তামান্না ও বিজয়। যদিও সম্পর্ক নিয়ে কোনো দিন রাখঢাক করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হন তারা। আলোকচিত্রীদের সামনে দাঁড়ান হাসিমুখে। তাদের রসায়নেও মুগ্ধ অনুরাগীরা। কিন্তু কী হলো তাদের?

২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেমের খবর। এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন তখন। ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে সুখে আছেন তিনি। কাজের ক্ষেত্রেও পরস্পরের পাশে থাকেন তারা।

বাস্তব জীবনের আগে ‘লাস্ট স্টোরি-২’তে তামান্না ও বিজয়ের উষ্ণ রসায়ন ধরা পড়েছিল। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, তার সিনেমা মুক্তির খবরের চেয়েও মানুষের কাছে আকর্ষণীয় তার প্রেমের খবর। বিজয়কে শেষ দেখা গেছে ‘মার্ডার মোবারক’ ছবিতে। অন্যদিকে তামান্নার শেষ ছবি ‘স্ত্রী-২’ ও ‘বেদা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *