ঢাকায় ১১ দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩৪২

0
xgx

রাজধানী ঢাকায় বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত চলা ১১ দিনের সাঁড়াশি অভিযানে এ নিয়ে ২ হাজার ৩৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন ডাকাত, ২২ জন পেশাদার ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ৭ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পিস্তলের একটি ম্যাগাজিন, তিনটি চায়নিজ কুড়াল, দুটি স্টিলের চাকু, একটি হ্যাকসো ব্লেড, একটি সার্কিট ব্রেকার, তিনটি চাবি, একটি চাবির রিং, একটি ব্যাগ, তিনটি মুঠোফোন ও ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে ৬৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৭টি মামলা করা হয়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০ থানা এলাকায় ২ পালায় পুলিশের ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি। এ ছাড়া ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে ৭১টি তল্লাশিচৌকি পরিচালনা করা হয়েছে।

ডিএমপির দলের পাশাপাশি মহানগরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ১৪টি, তিন পালায় অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে রাতে র‍্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ২০টি তল্লাশিচৌকি পরিচালনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *