তরুণ রোনালদোকে ছাড়িয়ে গেলেন বুড়ো রোনালদো

0
Ronaldo

এবার আক্ষরিক অর্থেই তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন বুড়ো রোনালদো। ফুটবলে বয়স ৩০ পেরিয়ে যাওয়াকে সাধারণত ধরা হয় বুড়ো হিসেবে। এ সময় ধীরে ধীরে খেলোয়াড়দের ক্ষিপ্রতা ও তীব্রতাও কমে আসে এবং ক্যারিয়ারও শেষের দিকে বাঁক নিতে শুরু করে।

কিন্তু খেলোয়াড়টি যদি রোনালদো হন তবে ভিন্ন কথা। বুড়ো রোনালদো যে এবার তরুণ রোনালদোকেও ছাড়িয়ে গেলেন। বয়স ত্রিশ হওয়ার আগে রোনালদো করেছিলেন ৪৬৩ গোল। আর ত্রিশের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৪৬৪। অর্থাৎ বয়স যতই বাড়ছে রোনালদো যেন আরও ক্ষুরধার হচ্ছেন।

তারুণ্যকে ছাড়িয়ে যাওয়া গোলটি গতকাল রাতে রোনালদো করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। রোনালদোর গোলের রাতে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল নাসর জিতেছে ৩-০ গোলে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে (প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল) শেষ আটে পৌঁছে গেল আল নাসর। আল নাসরের জয়ে বাকি ২ গোল জন ডুরানের।

এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল এখন ৬ ম্যাচে ৭টি। আর সব মিলিয়ে চলতি মৌসুমে রোনালদোর গোল সংখ্যা এখন ৩২ ম্যাচে ২৭টি, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্টও (গোলে সহায়তা)। পাশাপাশি আল নাসরের হয়ে এখন ১১০ গোলে অবদান রাখলেন রোনালদো, যেখানে ১০২ ম্যাচে তিনি গোল করেছেন ৯১টি।

পাশাপাশি এই গোল দিয়ে ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পথেও আরেক ধাপ এগোলেন রোনালদো। এখন রোনালদোর গোল সংখ্যা হলো ৯২৭টি। অর্থাৎ ১০০০ গোলে পৌঁছাতে রোনালদোর এখন প্রয়োজন ৭৩ গোল। যে ধারাবাহিকতায় রোনালদো গোল করে চলেছেন, সেটি ধরে রাখলে এই লক্ষ্যপূরণ মোটেই অসম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *