এবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক

0
xdertthjlk;

কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল। আবার কেউ দিয়েছেন চমক। সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে। দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এটা চমকই বটে। কারণ, একই দলে লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন। শোনা গেছে, রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি। কারণটা যা–ই হোক, এমন চমক আছে আরও। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা—

রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)
গত মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন গায়কোয়াড়। এবারও জাদেজা-ধোনিদের নেতৃত্বের ভার গায়কোয়াড়ের কাঁধে।

শুবমান গিল (গুজরাট টাইটানস)
২০২৪ সালে গুজরাটের নেতৃত্ব পান গিল। এরপর ভারতের অধিনায়কত্বও করেছেন এই ওপেনার। বর্তমানে ওয়ানডে দলে সহ-অধিনায়ক গিল। তাই তাঁকে ঘিরে লম্বা সময়ের পরিকল্পনা করছে গুজরাট। অধিনায়কত্ব বদলের প্রশ্নই তাই আসেনি!

অজিঙ্কা রাহানে (কলকাতা নাইট রাইডার্স)
অজিঙ্কা রাহানে দল পেয়েছিলেন আইপিএলের নিলামের দ্বিতীয় দিনে। তাঁকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়ে নেয় কলকাতা। তখন ভাবা হচ্ছিল, বিকল্প হিসেবেই রাহানেকে কিনে রাখছে কলকাতা। তবে শেষ পর্যন্ত সেই রাহানেই হলেন কলকাতার অধিনায়ক। অভিজ্ঞতা কাজে লাগাতেই রাহানেকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কলকাতা।

ঋষভ পন্ত (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)
গত কয়েক মৌসুম ধরে দিল্লিকে নেতৃত্ব দেওয়া ঋষভ পন্ত এবার লক্ষ্ণৌর অধিনায়ক। ব্যাটসম্যানের পাশাপাশি অধিনায়ক হিসেবেও লক্ষ্ণৌ পন্তকে বিবেচনা করেছে। সে কারণেই নিলামে পন্তের পেছনে ২৭ কোটি রুপি ঢেলেছে দলটি।

অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালস)
ঋষভ পন্তের শূন্যস্থান দিল্লিতে পূরণ করছেন অক্ষর। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে গত বছরই অভিষেক হয়েছে অক্ষরের। মন্থর ওভার রেটের কারণে ঋষভ পন্ত এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলকে নেতৃত্ব দেন অক্ষর। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার এবার স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন।

হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ানস)
গুজরাট থেকে অপ্রকাশিত বড় অঙ্কের চুক্তিতে মুম্বাই হার্দিককে গত মৌসুমে দলে ভিড়িয়েছিল। সে সময় রোহিত শর্মাকে সরিয়ে তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন দেওয়া হয়। এবারও মুম্বাইয়ের নেতৃত্বে থাকছেন এই অলরাউন্ডার। তাঁর অধীনেই খেলবেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত, টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

শ্রেয়াস আইয়ার (পাঞ্জাব কিংস)
প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের ভরসার নাম এবার শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে অধিনায়ক হিসেবে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ার এবার পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাঁকে দল নেয় পাঞ্জাব।

সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)
২০২৫ আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অধিনায়কের অধীনের গত মৌসুমে ফাইনালে খেলেছিল হায়দরাবাদ।

২০২১ সাল থেকেই রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ২০১৩ থেকে ২০১৫ সালে প্রথম দফায়, এরপর ২০১৮ সাল থেকে দুই দফায় রাজস্থানে খেলছেন সঞ্জু।

রজত পাতিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
এবারের আইপিএলের বড় চমক রজত পাতিদারের অধিনায়ক হওয়া। পতিদার ওই অর্থে ভারতের ক্রিকেটে ‘হাইপ্রোফাইল’ কেউ নন। এমন একজনই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন। তাঁর অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনরা।

প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ)
২০২৫ আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অধিনায়কের অধীনের গত মৌসুমে ফাইনালে খেলেছিল হায়দরাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *