টম ক্রুজের চেয়ে বেশি আয়, কে এই কমেডিয়ান

0
Kevin Heart

কিছুদিন আগেই ২০২৪ সালে হলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। এতে অনুমিতভাবেই শীর্ষে আছেন ডোয়াইন জনসন। তবে চমকে দিয়েছেন এক কমেডিয়ান। তাঁর আয় টম ক্রুজ, হিউ জ্যাকম্যানদের মতো তারকাদের চেয়েও বেশি!

‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছেন ডোয়াইন জনসন। ৮৮ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি আছেন তালিকার শীর্ষে। ৮৫ মিলিয়ন ডলার আয় নিয়ে দুইয়ে আছেন রায়ান রেনল্ডলস।

তালিকার তিনে চমক। এখানে জায়গা হয়েছে মার্কিন কমেডিয়ান, অভিনেতা কেভিন হার্টের। তাঁর গত বছরের আয় ছিল ৮১ মিলিয়ন ডলার।

কেভিন তাই টপকে গেছেন হিউ জ্যাকম্যান (৫০ মিলিয়ন ডলার), ব্র্যাড পিট (৩২ মিলিয়ন ডলার), জর্জ ক্লুনি (৩১ মিলিয়ন ডলার), টম ক্রুজদের (১৫ মিলিয়ন ডলার)।

বড় তারকাদের পেছনে ফেলে কীভাবে গত বছরের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকার তিনে পৌঁছে গেলেন কেভিন হার্ট? গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেভিন হার্ট অভিনীত সিনেমা ‘বর্ডারল্যান্ডস’।

এ ছাড়া নেটফ্লিক্সে এসেছে তাঁর সিনেমা ‘লিফট’, অ্যামাজন প্রাইমে ‘ডাই হার্ড ২: ডাই হার্ডার’। এ ছাড়া পিককে এসেছে সিরিজ ‘ফাইট নাইট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *