পান্ডিয়া, বুমরা থেকে রোহিত, সূর্যকুমার—মুম্বাইকে থামাবে কে

0
Capture

আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা…
মুম্বাই ইন্ডিয়ানস
অধিনায়ক: হার্দিক পান্ডিয়া
কোচ: মাহেলা জয়াবর্ধনে
শিরোপা: ৫টি (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০)
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৫ জন
বিদেশি: ৮ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা

নিলামে কেনা: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, নমন ধীর, উইল জ্যাকস, মুজিব-উর–রেহমান, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, রিস টপলি, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, বেভন জ্যাকবস, অশ্বিনী কুমার, কৃষ্ণান শ্রীজিৎ, অর্জুন টেন্ডুলকার, ভিগনেশ পুথুর, করবিন বশ।

শক্তি

● মুম্বাইয়ে এবারও বসেছে তারার মেলা। এই দলে আছেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। তাঁদের একজনও সেরাটি দিতে পারলে ম্যাচের ফল পক্ষে আসতে পারে।

● গত মৌসুমে হঠাৎ রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করা মুম্বাইয়ের সমর্থকেরা মেনে নিতে পারেননি। পুরো মৌসুমে পান্ডিয়াকে দুয়োধ্বনি দিয়েছেন তাঁরা। তবে এবার পরিস্থিতি বদলেছে। সেই মৌসুমের পর পান্ডিয়া ভারতের হয়ে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। দুই টুর্নামেন্ট জেতাতেই পান্ডিয়া রাখেন বড় ভূমিকা। এবার চাপমুক্ত পান্ডিয়াকেই পাচ্ছে মুম্বাই।

● কার্যকর বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে মুম্বাই। ওপেনিংয়ে ফর্মে থাকা রায়ান রিকেলটন থাকছেন, এ ছাড়া আছেন উইল জ্যাকসও। স্পিন বোলিংয়েও দারুণ কার্যকর জ্যাকস। আছেন ট্রেন্ট বোল্ট, রিস টপলি, মিচেল স্যান্টনাররাও।

● টুর্নামেন্ট–সেরা পেস আক্রমণ আছে মুম্বাইয়ের। যশপ্রীত বুমরার ৪ ওভারে কঠিন পরীক্ষা দিতে হবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। মুম্বাই এবার দলে নিয়েছে দুই সুইং বোলার ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে। ২০১৮ সাল থেকে আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই দুজন। এই সময়ে বোল্টের ৫৯ উইকেটের বিপরীতে চাহার উইকেট পেয়েছেন ৫৭টি।

দুর্বলতা

● চোটের কারণে আল্লাহ গজনফরের ছিটকে যাওয়াতে স্পিন বিভাগে বৈচিত্র্য হারিয়েছে দলটি। মুম্বাইয়ের স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন এখন মিচেল স্যান্টনার। দেশি অভিজ্ঞ স্পিনার কর্ণ শর্মাকেও নিতে হতে পারে উইকেটশিকারির ভূমিকা।

● চোটের সমস্যা আছে যশপ্রীত বুমরারও। টুর্নামেন্টের শুরু থেকে কয়েকটি ম্যাচ মিস করবেন এই তারকা ফাস্ট বোলার।

প্রত্যাশা ও বাস্তবতা

● চ্যাম্পিয়ন হতেই খেলে মুম্বাই। সেই লক্ষ্য ছুঁতে দলটি শক্তিশালী দল গড়েছে। দলটি প্লে-অফে না যেতে পারাই হবে চমক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *