যৌন হেনস্তায় শাস্তি, কারাদণ্ড ৮০ বছর বয়সী অভিনেতার


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্থা করেছিলেন বৃদ্ধ এ অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই স্তম্ভিত তার অনুরাগীরা।
যৌন হেনস্তা প্রসঙ্গে অভিযোগকারিণীর আইনজীবী আদালতে জানান, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেন ও ইয়েওং সু। এ কারণে প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন ওই নারাী।
দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল তার। এ অভিযোগের শক্ত প্রমাণও আদালতে পেশ করেন ভুক্তভোগীর আইনজীবী। অভিযুক্তকে ক্ষমা চাওয়ার আর্জিও জানানো হয়।
এদিকে এ ঘটনায় ও ইয়েওং সু বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’
এরপর তিনি বলেন, এই বয়সে যৌন হেনস্তার জন্য আদালতে দাঁড়িয়ে লজ্জাবোধ করছি। যদি আমার কথা ও কাজ ভুল হয়ে থাকে, এর ফল আমি মেনে নেব। যদি আমার কথা ও কাজ কাউকে আঘাত করে তার জন্য আমি অনুতপ্ত। বৃদ্ধ বয়সে আমি ভেঙে পড়েছি, এখন শুধুই বাড়ি ফিরে যেতে চাই।
২০১৭ সালে ও ইয়েং সু তার বাসভবনের কাছে জোর করে অভিযোগকারিণীকে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। এ কাজ সুযোগ পেলেই তিনি করতেন বলে জানান ভুক্তভোগী, যা অভিনেতা অস্বীকার করেছেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা দোষী প্রমাণিত হলে তাকে প্রাথমিকভাবে দুই বছরের প্রবেশন পিরিয়ড সহ আট মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে সর্বশেষ রায়ে তার সাজা এক বছরের কারাদণ্ডে উন্নীত করা হয়েছে। এই আপিল মামলার চূড়ান্ত রায় আগামী ৩ জুন ঘোষণা করা হবে।