গাজীপুর জেলার স্বনামধন্য ব্যক্তি ও অত্র সংস্থার গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব বাবুল চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে তার সম্মান হানি করার গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায়, তার আপন বড় ভাই জনাব আব্দুল আজিজকে প্রকাশ্যে ও বিভিন্ন লোক দ্বারা হত্যার হুমকি দেওয়ায়,রাষ্ট্র বিরোধী মামলায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় জনাব মোঃ ইব্রাহিমকে জাতিসংঘ (U.N) তালিকাভূক্ত,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওর্য়াল্ড ফাউন্ডেশন এর গাজীপুর মহানগর কমিটির কার্যকরী সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হল । উক্ত পদের পরিচয় দিয়ে যাতে কোন কর্মকান্ড না করতে পারে সেজন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।
অফিস সহকারী
জাতিসংঘ (U.N) তালিকাভূক্ত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওর্য়াল্ড ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047