কি কি অব্যাহতি পেল ট্রাম্পের নতুন শুল্ক থেকে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার ও কিছু অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে ‘পারস্পরিক’ শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে। যার মধ্যে চীনা আমদানির ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার ও কিছু অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে ‘পারস্পরিক’ শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে। যার মধ্যে চীনা আমদানির ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত।
রোববার (১৩ এপ্রিল) বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এক বিজ্ঞপ্তিতে, মার্কিন কাস্টমস এবং সীমান্ত পেট্রোল জানিয়েছে যে বেশিভাগ দেশের ওপর ট্রাম্পের ১০ শতাংশ বিশ্বব্যাপী শুল্ক এবং আরো বৃহত্তর চীনা আমদানি কর থেকে পণ্যগুলো বাদ দেয়া হবে।
চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষেত্রে এটি প্রথম উল্লেখযোগ্য ছাড়, একজন বাণিজ্য বিশ্লেষক এটিকে ‘গেম-চেঞ্জার পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন।
শনিবার রাতে, মিয়ামি ভ্রমণের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি আগামী সপ্তাহের শুরুতে ছাড়ের আরো বিশদ বিবরণ দেবেন।
তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব সুনির্দিষ্টভাবে বলব। কিন্তু আমরা প্রচুর অর্থ নিচ্ছি। একটি দেশ হিসেবে আমরা প্রচুর অর্থ নিচ্ছি।’
মার্কিন প্রযুক্তি সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করার পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে যে গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে, কারণ এর মধ্যে অনেকগুলো চীনে তৈরি।
ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি গবেষণার বৈশ্বিক প্রধান ড্যান আইভস এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন, ‘এটি প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য স্বপ্নের দৃশ্য। চীনের শুল্কের ক্ষেত্রে স্মার্টফোন, চিপ বাদ দেয়া একটি গেম-চেঞ্জার পরিস্থিতি।’
তিনি আরো বলেন, অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফ্টের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলো এবং বৃহত্তর প্রযুক্তি শিল্প এই সপ্তাহান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, কোম্পানিগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থানান্তর করার জন্য আরো সময় দিতে এই ছাড় দেয়া হয়েছে।