চলন্ত ট্রেনে প্রথমবারের মতো এটিএম সুবিধা

0
fjvtujfv

প্রতিবেশী দেশ ভারতের ট্রেনে যাত্রীদের জন্য প্রথমবারের মতো এটিএম সুবিধা চালু করা হয়েছে। এতে করে চলন্ত ট্রেনেই যাত্রীরা নগদ টাকা তুলতে পারবেন। বুধবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ভারতে প্রথমবারের মতো একটি চলন্ত ট্রেনে এটিএম সুবিধা চালু করা হয়েছে

মধ্য রেলওয়ে এবং ব্যাংক অব মহারাষ্ট্রের যৌথ উদ্যোগে পঞ্চবটী এক্সপ্রেসে এ এটিএম সুবিধা স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে যাত্রীরা এখন সফরের মাঝপথে টাকার প্রয়োজন হলে সহজেই নগদ অর্থ তুলতে পারবেন।
ভারতের মধ্য রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সবসময় যাত্রীদের সুবিধা বাড়ানোর জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছি। এই এটিএম সুবিধা চালু করার মাধ্যমে আমরা যাত্রীদের সফরকে আরও সহজ ও আনন্দদায়ক করতে চাই।

এ উদ্যোগের পিছনে লক্ষ্য হলো, যাত্রীদের জরুরি নগদ রুপি প্রয়োজন মেটানো। অনেক সময় দেখা যায়, দীর্ঘ যাত্রার মাঝে যাত্রীদের হঠাৎ টাকার প্রয়োজন হয়, কিন্তু ট্রেনে থাকার কারণে তারা এটিএম-এর সুবিধা পান না। ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সমাধানে ভারতীয় রেলওয়ে এই উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে।

পঞ্চবটী এক্সপ্রেসে স্থাপিত এই এটিএমটি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এটিএমটি ট্রেনের একটি নির্দিষ্ট কামরায় স্থাপন করা হয়েছে, যেখানে দেশটির যাত্রীরা নিরাপদে অর্থ তুলতে পারবেন।
ব্যাংক অব মহারাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই এটিএমটি বিশেষভাবে ট্রেনের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে চলন্ত ট্রেনের গতি বা কম্পন এটিএম-এর কার্যকারিতার উপর কোনো প্রভাব না ফেলে। এটিএমটি সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

দেশটির রেল বিশেষজ্ঞ অমিতাভ শর্মা বলেন, ‘ট্রেনে এটিএম সুবিধা চালু করা একটি উদ্ভাবনী পদক্ষেপ।

এটি শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না, বরং ভারতীয় রেলওয়ের প্রতি মানুষের আস্থাও বাড়বে। ভবিষ্যতে এই ধরনের সুবিধা দীর্ঘ দূরত্বের ট্রেনগুলোতে আরও বেশি কার্যকর হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *