ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম পার করছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে আবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বানানোর পেছনে বড় ভূমিকা তাঁর, মৌসুমের শুরু থেকে একের পর এক গোল করে যাচ্ছেন এই মিসরীয় ফরোয়ার্ড।
শুধু গোল করাতেই নয়, করানোতেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে সালাহ। এ মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি গোলে সহযোগিতাসহ ৪৬ গোলে অবদান রেখেছেন তিনি, যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ অবদানও বটে।
তবে গতকাল টটেনহামের বিপক্ষে লিভারপুলের শিরোপা নিশ্চিত করার পথে করা দলের চতুর্থ গোলটি নিশ্চিতভাবেই সালাহর জন্য বিশেষ। এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি সের্হিও আগুয়েরোকে টপকে গেলেন সালাহ।
২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া আগুয়েরো। কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। চেলসি এবং লিভারপুলের হয়ে এই গোলগুলো করেছেন সালাহ। যেখানে লিভারপুলের হয়ে ১৮৩ গোল এবং চেলসির হয়ে ২টি গোল।
সালাহ ও আগুয়েরোর পর এই তালিকার ৩ নম্বরে আছেন থিয়েরি অঁরি। আর্সেনালের এই ফরাসি কিংবদন্তি ২৫৮ ম্যাচে করেছিলেন ১৭৫ গোল। আর চারে আছেন ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সি। যিনি আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ২৮০ ম্যাচে ১৪৪ গোল।
বিদেশিদের মধ্যে সবার ওপরে ওঠা সালাহ সম্মিলিত তালিকায় আছেন ৫ নম্বরে। ১৮৭ গোল নিয়ে যেখানে তাঁর ওপরে আছেন অ্যান্ডি কোল। ৪ নম্বরে থাকা কোলকে এই মৌসুমেই টপকে যাওয়ার সুযোগ আছে সালাহর।
এরপর সালাহর সামনে থাকবেন শুধু ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)। এই তিনজনের মধ্যে শুধু শিয়ারারের রেকর্ড টপকানোই কঠিন হবে সালাহর জন্য। আর বাকি দুজনকে সালাহ টপকে যেতে পারেন আগামী মৌসুমেই।
ইতিহাস গড়া মৌসুম পার করা সালাহ গতকাল লিভারপুলের হয়ে আরেকটি লিগ জয়ের পর বলেছেন, ‘এটাই লিভারপুল ক্যারিয়ারে আমার সেরা মুহূর্ত। আমি জানি, আমি এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি কিন্তু সেটা বিশেষ ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জিততে পারা এবং এমন প্রভাব রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047