৫ কেজি শুঁটকির বিনিময়ে মিলল ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিট

0
kjkk

প্রিয় ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃহস্পতিবার। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি আবার ঘরের মাঠে। টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটিতে বোডো/গ্লিমটকে হাতছানি দিচ্ছে প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। কাজটা কঠিন। প্রথম লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের কাছে ৩-১ গোলে হেরেছে নরওয়েজীয় ক্লাবটি। তবু স্বপ্ন দেখতে দোষ কী। নামের ভারে টটেনহাম এগিয়ে থাকলেও ফুটবল মাঠে তো কত কিছুই হতে পারে।

এমন ম্যাচটি বোডো/গ্লিমটের যে কোনো সমর্থক মাঠে বসেই দেখতে চাইবেন। কিন্তু সমস্যা হলো বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য টিকিট বরাদ্দ মাত্র ৪৮০টি। তাই একেকটি টিকিট হয়ে উঠেছে অমূল্য।

সেই অমূল্য টিকিট না পেয়ে একটু অন্যরকম পথেই হাঁটলেন টোরবিয়র্ন এইডা নামের এক বোডো সমর্থক। পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে শেষ পর্যন্ত ‘কালোবাজার’ থেকে টিকিট কিনেছেন এইডা।

শুঁটকির নাম শুনে নাক ছিটকাবেন না। একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার এইডা বোকনাফিস্ক নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন সেটি নরওয়ের অন্যতম সুস্বাদু খাবার হিসেবেই পরিচিত। আর দামও ফেলনা নয়। পাঁচ কেজি শুকনো সেই মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।

নরওয়ের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা এনআরকে এইডা বলেছেন টিকিট পেতে কী করেছেন তিনি, ‘আমরা নরওয়ের সেরা বোকনাফিস্ক তৈরি করি, আর এটা আপনি বোডো সিটিতে পাবেনও না। তাই আমার মনে হলো কারও হয়তো দরকার হতে পারে।’

পাঁচ কিলোগ্রাম শুষ্ক মাছের বিনিময়ে এইডাকে টিকিট দিয়েছেন ওয়েস্টাইন আনেস নামের বোডো সমর্থক। না, আনেস নিজের টিকিট দেননি, তাঁর ভাইয়ের কাজ পড়ে যাওয়ায় সেই টিকিটের বিনিময়ে এইডার কাছে থেকে শুঁটকি নিয়েছেন।

শুঁটকির বিনিময়ে টিকিট প্রাপ্তির সংবাদ শোনার পর নিলস ওসকাল নামের আরেক ভক্তও একই পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাছ-টাছ কিছু নয়, পাঁচ কিলোগ্রাম রেইনডিয়ারের বা মেরু দেশীয় হরিণের মাংসের বিনিময়ে টিকিট চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *