বিয়ের এক বছরের ব্যবধানে দাম্পত্য জীবনে ইতি টানলেন জনপ্রিয় কোরীয় অভিনেত্রী কিম বো রা। অভিনেত্রীর এজেন্সি নুন কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিচ্ছেদের খবর জানিয়ে নুন কোম্পানি লিখেছে, ‘অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর কিম বো রা ও তাঁর স্বামী বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা শান্তিপূর্ণভাবেই আলাদা হয়েছেন এবং আইনি প্রক্রিয়াও শেষ হয়েছে।’
বিচ্ছেদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন কিম। বছরখানেক আগে নির্মাতা জো বা রেউনকে বিয়ে করেন কিম বো রা। ‘দ্য গ্রোটেস্ক ম্যানশন’ সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। পরে তা প্রেমে গড়ায়। প্রায় তিন বছর প্রেমের পর গত বছরের জুনে বিয়ে করেছেন এই জুটি।
দুই দশকের ক্যারিয়ারে ‘স্কাই ক্যাসল’, ‘জাঙ্গল ফিস’, ‘বেল অমি’সহ বেশ কয়েকটি সিনেমা ও ড্রামাতে অভিনয় করেছেন কিম বো রা।
২০০৫ সাল থেকে অভিনয় করছেন কিম। সিনেমা ও ড্রামার বাইরে ওয়েব সিরিজ, গানের ভিডিও চিত্রেও অভিনয় করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এডভোকেট হায়দার , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিসংঘ (U.N ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড ল রাইটস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ।
প্রধান কার্যালয় : গাজীপুর জজকোর্ট সংলগ্ন এফ ১০২/১৫ হাক্কানী হাউজিং সোসাইটি,গাজীপুর, ঢাকা। মোবাইল নম্বর : 01701 331047