অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম: শফিকুল আলম

0
dyht

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাসে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন, তা গণমাধ্যমের মালিক নিজেকে রক্ষায় ছাটাই করছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, গণমাধ্যম স্বাধীন মত প্রকাশের জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ পাক সরকার তা চায়। তথ্য মন্ত্রণালয় ও প্রেস সচিব কোনো বাধা দেয়নি স্বাধীন গণমাধ্যমে।

দেড় শতাধিক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে মিসটেক হয়েছে, সেটার সমাধান হচ্ছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে আর যারা যারা সাংবাদিক শুধু তারাই পাবেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমে এসেছে ২৬৬ জন সাংবাদিকদের নামে হত্যা মামলা হয়েছে। কাদের কাদের নামে মামলা আছে সেটা জানতে হবে। সরকার তো তাদের নামে মামলা করেনি। তদন্ত চলছে, যারা যারা জড়িত না, তাদেরকে হেনস্তা করা হচ্ছে না। দুই একটা ঘটনা বাদে কোনো মামলায় হেনস্তা করা যাবে না। আশা করা যায়, দ্রুত চ্যাপ্টারটা ক্লোজ করা হবে৷

প্রতিটি নিউজ পেপারের সোস্যাল মিডিয়া গাইড লাগবে-এ কথা জানিয়ে তিনি বলেন, ব্যক্তি মতাদর্শ বা গণমাধ্যমের বক্তব্য কিনা জানতে হবে। সোস্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জার্নালিজমে ইফেক্ট পড়বে। গণমাধ্যম কর্মীদের সেফটি নিশ্চিত করতে চায় সরকার। মিডিয়া ফ্রিডম নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *