৪৪ বছর পর মেয়েকে খুঁজে পাওয়া মা কেন কোরীয় সরকারের বিরুদ্ধে মামলা করলেন

0
নকবনকব

১৯৭৫ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে নিজেদের বাড়িতে মেয়েকে শেষবারের মতো দেখেছিলেন হান তে-সুন। মেয়ে কিয়ং-হা তখন শিশু। বয়স মাত্র চার বছর।

সেদিনের কথা মনে করে হান তে–সুন বলেন, ‘আমি বাজারে যাচ্ছিলাম। কিয়ং-হাকে বললাম, তুই চল না? কিন্তু সে জবাব দিল, “না, আমি বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছি।” ফিরে এসে দেখি ও নেই।’

এরপর চার দশকের বেশি কেটে যায়। হান আর মেয়েকে খুঁজে পাননি। অবশেষে ২০১৯ সালে মা-মেয়ের পুনর্মিলন হয়। তবে তত দিনে বয়স বেড়ে মধ্যবয়সী নারীতে পরিণত হয়েছেন কিয়ং-হা। তিনি তখন মার্কিন নাগরিক হিসেবে পরিচিত। তাঁর কিয়ং–হা নামটিও নেই। সেটি বদলে রাখা হয়েছে লরি বেন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *