দীপিকা বনাম সন্দীপ, বলিউডের নতুন বিতর্কের নেপথ্যে কী


দীপিকা পাড়ুকোন ও প্রভাস একসঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কাজ করেছিলেন। বলা হচ্ছিল যে দুজনে ‘অ্যানিমেল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিটে’-ও একসঙ্গে কাজ করবেন। কিন্তু একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ তাঁকে ছবি থেকে বাদ দিয়েছেন। সম্প্রতি বলিউডে আলোচিত দীপিকা বনাম সন্দীপের অঘোষিত যুদ্ধের নেপথ্যে কী?
বিতর্ক যা নিয়ে
‘অ্যানিমেল’ ও ‘কবীর সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার ফিরছিলেন তেলেগু সিনেমায়। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণি সুপারস্টার প্রভাস। ছবির নাম ‘স্পিরিট’। প্রথমে জানানো হয়েছিল, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত সপ্তাহে খবর রটে, দীপিকা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল, তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। একটু বেশিই জটিল হয়ে ওঠে, যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। দীপিকা তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন।
দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না। জানা গিয়েছিল, দীপিকা ছবির জন্য ২০ কোটি রুপি পেতেন। কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা। এসব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
যদিও দীপিকার ভক্তরা দাবি করছেন, তাঁর প্রতি অন্যায় করা হচ্ছে। এখন দীপিকার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়েছে। এরপর পরিচালক সন্দীপের নতুন একটি প্রতিক্রিয়া আবারও বিতর্ক উসকে দিয়েছে।
অভিযোগ বনাম পাল্টা অভিযোগ
‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে একের পর খবরের জের ধরে তৈরি হয় বিতর্ক। তাঁর কথিত ‘অপেশাদার’ আচরণ নিয়ে নানা ধরনের খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। যদিও দীপিকা নিজে এ বিষয়ে কিছু বলেননি। তাঁর ঘনিষ্ঠ এক হিন্দুস্তান টাইমসকে জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘অতিরঞ্জিত’। দীপিকা কিছুদিন আগেই মা হয়েছে। তাঁর দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই। তিনি কন্যা দুয়ার জন্য সময় বের করার চেষ্টা করছিলেন, পাশাপাশি কাজের প্রতিশ্রুতিও রক্ষা করতে চেয়েছেন।
‘স্পিরিট’-এ তৃপ্তি
গত শনিবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রযোজনা সংস্থা টি-সিরিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, দীপিকার জায়গায় আসছেন তৃপ্তি দিমরি। এক্সে সন্দীপ লিখেছেন, ‘আমার ছবির নারী চরিত্র এখন নিশ্চিত।’ তৃপ্তিও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লেখেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।’ ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘অ্যানিমেল’-এর পর এটি হতে যাচ্ছে এই নির্মাতা ও অভিনেত্রী জুটির দ্বিতীয় কাজ।
‘স্পিরিট’-এর কাহিনি ফাঁস ও পরিচালকের ক্ষোভ
দীপিকা-বিতর্কের মধ্যেই গত সোমবার ভারতীয় গণমাধ্যম পিংকভিলা একটি প্রতিবেদনে জানায়, ‘স্পিরিট’ থ্রিলার সিনেমা। যেখানে প্রভাসকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, নির্মাতার আগের সিনেমাগুলোর মতো এটিতেও বেশ কয়েকটি সাহসী দৃশ্য থাকবে।
এই প্রতিবেদন দেখেই মেজাজ হারান সন্দীপ। এক্সে এসে ক্ষোভ উগরে দেন তিনি, ‘যখন আমি একজন অভিনয়শিল্পীকে গল্প বলি, তখন শতভাগ বিশ্বাস করি। আমাদের মধ্যে নীরব এক গোপনীয়তা চুক্তি থাকে। কিন্তু এই কাজ করে আপনি নিজেই জানিয়ে দিলেন আপনি আসলে কেমন… একজন তরুণ অভিনেত্রীকে ছোট করে আমার গল্প
‘ফাঁস করছেন? এটাই কি আপনার নারীবাদ?’
নির্মাতা কারও নাম না করলেও অনেকেই ধরে নিচ্ছেন তাঁর ইঙ্গিত দীপিকার দিকে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলে বিভক্ত ভক্তরা। কেউ দীপিকাকে দোষারোপ করছেন, কেউ আবার ‘অপেশাদার’ তকমা দেওয়ায় ক্ষোভ জানাচ্ছেন পরিচালক ও প্রযোজনা সংস্থার প্রতি।