বার্সার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেই ফেললেন ইয়ামাল

0
আ্ব’

লামিন ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত এক দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বার্সেলোনা। গতকাল মঙ্গলবার (স্থানীয় সময়) স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়ামালের আগের চুক্তি ২০২৬ সালে শেষ হওয়ার কথা। কিন্তু তরুণ, মেধাবী ও ক্যারিশমাটিক এই তারকাকে ধরে রাখতে আগেভাগেই দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ করা এই গ্রীষ্মে কাতালান ক্লাবটির অন্যতম অগ্রাধিকার ছিল।

বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেছেন, ইয়ামালের চুক্তি নবায়ন ‘গত কয়েক বছরের সেরা সাইনিং’ হিসেবে বিবেচিত হবে। আর ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেছেন, ১৭ বছর বয়সী এই খেলোয়াড় ‘বিশেষ যত্নের’ যোগ্য।

ইএসপিএনের সূত্র জানিয়েছে, ইয়ামালের নতুন চুক্তিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে, যা কোচ হান্সি ফ্লিকের দলে তার বর্তমান অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই উইঙ্গার কত উপার্জন করবেন তা নির্ভর করবে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাস ও ইনসেনটিভের ওপর।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সার সিনিয়র দলে অভিষেক হয় ইয়ামালের। এরপর দ্রুতই বিশ্বের অন্যতম সেরা তরুণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গত গ্রীষ্মে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন এবং এবার বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই মৌসুমে ৫৫ ম্যাচে ইয়ামাল ১৮ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি। এছাড়া ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগা নির্ধারণী ‘এল ক্লাসিকো’তে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

২০২৩ সালে আগের চুক্তি সই করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ এর কম। যে কারণে ওই সময় স্পেনের আইন অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের চুক্তি করতে পেরেছিলেন তিনি। তবে আগামী জুলাইয়ে ১৮ বছরে পদার্পণ করবেন ইয়ামাল। যে কারণে এখন দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করতে কোনো বাধার মুখে পড়ছেন না তিনি।

এই সপ্তাহের শুরুতে ইয়ামালের এজেন্ট জর্জে মেন্দেস এবং লাপোর্তার মধ্যে একটি বৈঠক হয়। যেখানে চুক্তির চূড়ান্ত কিছু বিষয়ে সমঝোতা হয়। ইএসপিএনের মতে, এই বৈঠকেই কার্যত চুক্তি নবায়নের প্রক্রিয়া সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *