ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৩৬ শিশু


ভারতীয় ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া শিশুদের হস্তান্তর করে। গতকাল বিকেলে যশোরের বেনাপোল সীমান্তে।
ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে এসেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে। দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে আটক হয়েছিল তারা। তাদের বয়স ১০-১৮ বছরের মধ্যে।
বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সীমান্ত থেকে শিশুদের গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও মানব উদ্ধার শিশু সুরক্ষার প্রতিনিধিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাচারের শিকার ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার সংগঠনগুলো।
ফেরত আসা শিশুরা পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিমবঙ্গের একটি নিরাপদ আশ্রয়ে ছিল। আইনি জটিলতায় দুই থেকে আট বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে তারা দেশে ফেরার সুযোগ পায়।
পাচারের শিকার শিশুদের পরিবারের এক স্বজন জানান, তাঁর মেয়ে নবম শ্রেণিতে পড়ত। চাকরির আশ্বাস দিয়ে ভারতে নিয়ে বিক্রি করে দেয় দালাল চক্র। মেয়েকে নেওয়ার জন্য তিনি বেনাপোল সীমান্তে এসেছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের উপব্যবস্থাপক মুহিত হোসেন বলেন, ‘ভারত থেকে ৩৬ শিশু দেশে ফিরেছে। এদের মধ্যে ১৩ জনকে আমরা গ্রহণ করেছি। অন্যদের বিভিন্ন সংগঠন গ্রহণ করেছে। তাদের মধ্যে কয়েকজনকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সবাইকে স্বজনদের কাছে হস্তন্তর করা হবে।’