বাল্যবিবাহ নিয়ে পোস্ট দেয়ায় মারধরে হত্যা: ৬ আসামি গ্রেফতার

0
xfgszg'

বুধবার (১৪ মে) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া, আফরেতা বিবি, রোকসানা বেগম, শেলী বেগম, আয়শা বেগম ও বেগম বিবি।

র‍্যাব-৯ জানায়, ১৬ এপ্রিল দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার বসতবাড়িতে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মুজিবুরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‌্যাব। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ মামলার ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে গ্রেফতারদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলায় অন্যান্য আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *